আন্দোলনকে নস্যাৎ করতে সরকার পরিকল্পিতভাবে নাশকতা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে ভিন্ন দিকে নিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে– গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে।
আজ রোববার (৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, "বাছ-বিচারহীনভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে, গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে। তা নাহলে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের সামনে হঠাৎ দুইটি ট্রাক আসলো কোত্থেকে? এটা তো তাদেরই পরিকল্পিত। তাদের পুলিশ-প্রশাসন দিয়েই করা হয়েছে। তারা রাষ্ট্রশক্তি, পুলিশ-র্যাব দিয়ে যৌথভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করেছে।"
"এখন তারাই আবার মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের হয়রানি করছে। আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায়? আসলে তারা টিক্কাখান ও নিয়াজি সাহেবের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা দেশকে বিএনপি-শূন্য করতে নিষ্ঠুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। যার লক্ষ্য হলো- আবারও দেশে একতরফা নির্বাচন করা।"
সারাদেশে ভয়ঙ্কর গ্রেফতার ঝড় চলছে অভিযোগ করেছে রিজভী বলেন, "তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের ধেয়ে আসা গ্রেফতার ঝড় চলছে। সারাদেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধীদল শূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে।"
গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রুহুল কবির রিজভী বলেন, এসময়ে ৯টি মামলায় ১ হাজার ৬০ জন (এজাহার নামীয়সহ অজ্ঞাত) নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।