চার দিনের রিমান্ডে বিএনপি নেতা শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বাসে আগুন দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম রবিবার (৫ নভেম্বর) এ আদেশ দেন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রবিবার সকালে তাকে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আলতাফ হোসেন চৌধুরীকে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।