হরতাল অবরোধ যা-ই দিক, আরো কঠোর অবস্থানে থাকার বার্তা আওয়ামী লীগের

বিএনপি-জামায়াত অবরোধ হরতাল যা-ই দিক রাজপথে পাহারায় থাকবে আওয়ামী লীগ। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতাকর্মীরা।
অবরোধের তৃতীয় দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান ও শোডাউন দেন। সেখানে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি জামায়াতের 'অরাজকতা প্রতিরোধে' পৃথক সভা করে বৃহস্পতিবার বিকেলে।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা করে দক্ষিণ আওয়ামী লীগ। যেখানে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভাপতিত্ব করেন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলের নেতাকর্মীদের সার্বক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালে যে অরাজকতায় মেতে উঠেছে, তা যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। এজন্য বিএনপি-জামায়াতের অপরাজনীতি মোকাবিলায় তাদের ঘোষিত কর্মসূচীর প্রতিটা দিনে রাজপথ দখলে রাখতে হবে।
মেট্রোরেল আগারগাঁ-মতিঝিল রুটে চালু উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের মহাসমাবেশে দলের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিত নিশ্চিত করার নির্দেশনা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই সমাবেশে ২০ লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবন অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রতিনিধি সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এই সভাতেও বিএনপি জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কঠোর অবস্থান থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাহাঙ্গীর কবির নানক।
গত মঙ্গলবার সকাল থেকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীও। এই কর্মসূচির বিপরীতে মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অবরোধ কর্মসূচির শেষ দিনেও রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আগামী রবিবার থেকে আবারো ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিএনপি-জামায়াতের এসব অরাজক কর্মসূচী প্রতিরোধ করে জনগণের জান-মালের হেফাজতে নেতা-কর্মীরা আরো কঠোর অবস্থান নেবে।