আগারগাঁও-মতিঝিল অংশে ৩ স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধনের পর, এই অংশের তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট- এই তিন স্টেশনে মেট্রোরেল থামবে।
তিনি বলেন, "আগারগাঁও থেকে মতিঝিল অংশের দৈর্ঘ্য ৮.৭২ কিলোমিটার। এই অংশে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে এবং এর হেডওয়ে হবে ১০ মিনিট।"
তিনি জানান, "আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আগের মতো শুক্রবারেও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।"
আগামী ৫ নভেম্বর থেকে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে বলে জানান তিনি। সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।