মিরপুরে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, দোকানপাট ভাঙচুর
রাজধানীর মিরপুর-১২ এলাকায় আজ সকালে সড়ক অবরোধ ও দোকানপাট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। সহকর্মী পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে সকাল থেকেই এই এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটায় তারা।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) আরিফ আমিনুল বলেন, "মিরপুর এলাকায় সহকর্মীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়ে। মৃত্যুর খবরটি গুজব ও ভিত্তিহীন হলেও কিছু শ্রমিক তা বিশ্বাস করে।"
"বুধবার সকালে তারা মার্কেট ও শপিংমলগুলোর সামনে ভাঙচুর চালায়; এমনকি সাংবাদিকদেরকেও তারা বিএনপি কর্মী হিসাবে আখ্যা দিয়ে ছবি তুলতে বাধা দেয়," বলেন তিনি।
চলতি সপ্তাহের মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর এলাকার তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের মধ্যে অস্থিরতা শুরু হয়।
এদিকে আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আবদুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর এবং কোনাবাড়ীসহ ঢাকার আশেপাশের গার্মেন্টস কারখানা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষের প্রতিক্রিয়ায় আজ (২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শ্রম ভবনে সম্প্রীতি সম্মেলন কক্ষে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পোশাক শ্রমিকদের চলমান ধর্মঘট মোকাবেলা ও মজুরি বৃদ্ধিসহ এ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।