ভৈরবে পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএনপি কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
আশিক (৪২) নামক ওই যুবক ভৈরব পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গতকাল অবরোধ কর্মসূচি চলাকালে দুর্জয় মোড় এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে বেশ কয়েকশন নেতাকর্মী আহত হন।
এদের মধ্যে আশিক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশিকের।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, বিএনপি কর্মীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটি তার জানা নেই।