বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ক্রাইম সিন বেষ্টনী সরালো পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে 'ক্রাইম সিন' বেষ্টনী সরিয়ে নিয়েছে পুলিশ। বিএনপির গত শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ কার্যালয়ের প্রধান ফটকের সামনের অংশটিতে এ বেষ্টনী দিয়ে রেখেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে টিবিএসের প্রতিবেদকরা দেখেন, প্রধান ফটকের সামনে 'ক্রাইম সিন' বেষ্টনী আর নেই। কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, মূল ফটকেও তালা ঝুলছিল। কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের কাউকে দেখা যায়নি।