ভৈরবে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণে আহত ১০

সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব উপজেলা সদরের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এছাড়া ভৈরব উপজেলা বিএনপির কার্যালয়ও ভাঙচুর এবং ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে অবরোধ পালনে দুর্জয় মোড় এলাকায় এসে জড়ো হতে থাকেন ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের এসে ধাওয়া করে।

উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে এতে অন্তত ১০ জন আহত হন। এছাড়া ঘটনাস্থলে বেশ কয়েসটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পরবর্তীতে দুর্জয় মোড়ের পাশে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, অবরোধ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছুঁড়লে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাম দা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে।
এ ঘটনায় বিএনপির ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, "বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে আছে। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।"