বগুড়ায় মহাসড়কে বিজিবির টহল

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বগুড়ায় টহল দিচ্ছে বিজিবি।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর বিজিবির টহল দল বগুড়ায় প্রবেশ করে। ভোর থেকে তারা মহাসড়কে টহল দিচ্ছেন। বিজিবি টহল টিমের সঙ্গে রয়েছেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা।
এর আগে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, "বিএনপি-জামায়াতের অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। চার প্লাটুনে প্রায় ৮০ জন সদস্য রয়েছেন।"
সোমবার মধ্যরাত অথবা আজ সকাল থেকে জেলায় তাদের টহল দেওয়ার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসক।
জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷
বিজিবির পাশাপাশি সোমবারের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় মাঠে থাকছে র্যাব-১২। এর দুটি টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত থাকবে৷
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, "বগুড়ার রেলপথসহ সব ধরনের যোগাযোগ ও যানমালের নিরাপত্তায় কাজ করা হবে। কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে।"