রাতে পুলিশের ধাওয়া, সকালে পাওয়া গেল স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ
কুমিল্লার বুড়িচংয়ে ভোররাতে পুলিশ ধাওয়া দেওয়ার পর সকালে এক স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ পাওয়া গেছে। বুড়িচং উপজেলার মোকাম গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জাকির হোসেন (৩৫) উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
জাকিরের পরিবারের সদস্যরা জানান, রোববার ভোররাত ৪টায় একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে।
এরপর জাকির অনেকক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সকালে বাড়ির অদূরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত বলে ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে আসছিল।
রোববার রাতে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে পাওয়া যায় তার মরদেহ।
তিনি আরও বলেন, "জাকিরের দুই হাতে হ্যান্ডকাফ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে। বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"
এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। তাকে ঘরে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, "পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তবে তখন তাকে পাওয়া যায়নি। পরে শুনেছি তার মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।"