মির্জা আব্বাসসহ বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
মতিঝিল ডিভিশনের ডিসি হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে এ মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
মতিঝিল ডিভিশনের ডিসি হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে।