সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাড়েনি দূরপাল্লার বাস: দেশজুড়ে বিএনপির হরতাল
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে 'পুলিশের হামলার প্রতিবাদে' বিএনপি রোববার দিনব্যাপী হরতাল ডেকেছে। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। একইসাথে জামায়াতে ইসলামীও সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।
বগুড়ায় পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বগুড়া শহরে ধাওয়া-পালটা ধাওয়া চলছে। রোববার সকাল থেকে শহরের ফতেহ আলী বাজার এলাকার গালাপট্টি সড়কে জেলা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানের নেতৃত্বে একটি মিছিল সাতমাথার দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধায় আবার নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে ফিরে আসে মিছিলটি। এরপর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, "হরতালকে কেন্দ্র করে শহরে কয়েক দফায় বিএনপির নেতাকর্মীদের সাথে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার পাঁচটি বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে সব ঠিক আছে। আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।"
হরতালে রিকশা, অটোরিকশা চলাচল করলেও অফিস-আদালতে যাওয়া মানুষরা পড়েছেন ভোগান্তিতে।
সিলেটে হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩
হরতাল চলাকালে সিলেটের জিন্দাবাজারে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় তিনজনকে আটক করে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনজনকে আটকের তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, রোববার সকালে জিন্দাবাজার এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জিন্দাবাজার এলাকার কাজি ইলিয়াস ও তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এরপর পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে।
এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। এছাড়া একটি মোটরসাইকেল পুলিশ জব্দ করে।
এদিকে হরতালকে কেন্দ্র করে সিলেটে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে গুরুত্বপূর্ণ সকল রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিবহন শ্রমিকরা বাস চালু রাখার ঘোষণা দিলেও সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে আঞ্চলিক সড়কগুলোকে কিছুটা যানবাহন চলাচল করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, 'সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করবো।'
খুলনায় হরতালের আলামত নেই, চলছে গণপরিবহন
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন আলামত নেই খুলনায়। এখনো পর্যন্ত কোথাও কোন হামলা, অগ্নিসংযোগ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
রোববার সকালে তাদের কেন্দ্র থেকে ডাকা হরতাল শুরু হয়। তবে তা প্রত্যাখ্যান করেছে খুলনা বাস মিনিবাস মালিক সমিতি।
সকালে ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড গিয়ে দেখা গেছে, সেখান থেকে ১৮টি রুটে গাড়ি চলাচল করছে।
খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সোনা বলেন, "খুলনায় কোন হরতাল পালিত হচ্ছে না। আমরা সকল গণপরিবহন সেবা চালু রেখেছি।"
অন্যদিকে শহরের একাধিক স্থানে ঘুরে দেখা গেছে, কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়ো হননি। এ প্রসঙ্গে জানতে বিএনপির একাধিক নেতাদের ফোন করলেও তারা কেউ রিসিভ করেননি।
অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে একাধিক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, 'শহরের কোথাও কোন সহিংসতা ঘটেনি। আর কোথাও হরতালের নামে জনগণকে ভোগান্তি সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে। কেএমপি সেই প্রস্তুতি রেখেছে।'
কুমিল্লায় হরতাল প্রতিহত করতে গিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬
হরতাল প্রতিহত করতে এসে কুমিল্লায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরীর চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপ প্রথমে হাতাহাতিতে জড়ায়। এ সময় রামদা, লাঠি, বেসবলের স্টিক নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে দুই গ্রুপের ছয়জন আহত হন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মৌলভীবাজারে মাঠে নেই বিএনপি, ছাড়েনি দূরপাল্লার বাস
হরতালে মাঠে নেই মৌলভীবাজার বিএনপি, ছেড়ে যাচ্ছেনা কোন দূরপাল্লার বাস। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সরব উপস্থিতি রয়েছে সরকার পন্থীদের।
মৌলভীবাজারের চৌমুহনীতে সকাল থেকে অবস্থান নিয়েছে জেলা যুবলীগসহ সহযোগী সংগঠনগুলো। স্বল্প কিছু রিক্সা আর ব্যক্তিগত যানবাহন চলাচল করছে শহরজুড়ে।জেলার অনান্য উপজেলার একই চিত্র।
শহরের কোদালিপুর এলাকায় বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকাসহ দূরপাল্লার বাসের কাউন্টারগুলো বন্ধ। এমনকি সিলেটগামী বাসগুলোও বন্ধ আছে।
তবে হরতাল ডাকলেও শহরের কোথাও দেখা যায়নি বিএনপি সমর্থকদের।