আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলেকে গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম জানান, পুরনো এক মামলায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে আটক করেছে পুলিশ। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।