বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছেন: ডিবি
বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ও সরকারি স্থাপনায় হামলা করেছেন বলে উল্লেখ করেছেন ডিএমপির উপকমিশনার এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গিয়ে ডিবিপ্রধান বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি করার শর্ত মেনেই বিএনপি সমাবেশের অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ দুপুর ১২টার পর থেকে তারা প্রধান বিচারপতির বাড়ির গেটে এবং জাজেস কোয়ার্টারের সামনে আক্রমণ করেন।
তিনি বলেন, 'বিএনপি যেসব শর্তে অনুমতি নিয়েছিল, দুপুরে পুলিশ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় চালিয়ে তারা সেসব শর্ত ভঙ্গ করেছে। কোনো উসকানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা করেছে।'
এ সময় বিএনপির নেতা-কর্মীরা আইডিবি ভবনের সামনে দুটি গাড়িতে আগুন দেন বলেও উল্লেখ করেন ডিবিপ্রধান হারুন।
বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছে উল্লেখ করে হারুন বলেন, 'আমরা আমাদের কাজটি করছি। তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি।'
এ সময় তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি স্থাপনায় হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনার তদন্ত করে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান হারুন।
শনিবার সকাল থেকেই বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। একসময় নেতাকর্মীদের সংখ্যা বেড়ে কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে এ সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।