নয়াপল্টন, আরামবাগে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা বন্ধ
রাজধানীর নয়াপল্টন, আরামবাগ এলাকায় মোবাইল ফোনের দ্রুতগতির ইন্টারনেট সেবা মিলছে না বলে জানা গেছে। এ এলাকায় আজ (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ইন্টারনেট পরিষেবা ফোর-জি থেকে টু-জিতে নামিয়ে আনা হয়েছে সমাবেশস্থলে। ফলে সেখানে কার্যত ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট এলাকায় জ্যামার বসিয়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করা যেতে পারে।
শুধু ইন্টারনেট পরিষেবা নয়, নয়াপল্টন এলাকায় মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না ঠিকমতো। ফলে কল দেওয়া বা রিসিভ করাও বিঘ্নিত হচ্ছে। এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে নয়াপল্টন, আরামবাগ এলাকা পেরিয়ে এলেই স্বাভাবিক হয়ে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। যদিও আওয়ামী লীগের সমাবেশস্থল বায়তুল মোকাররমে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ সচল রয়েছে।
আজ রাজধানীর বিভিন্ন জায়গায় একাধিক দলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় মহাসমাবেশের আয়োজন করেছে বিরোধীদল বিএনপি; অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।