আরামবাগে বিএনপি নেতাকর্মীদের সভাস্থলে যেতে বাধা দিচ্ছে পুলিশ
রাজধানীর মতিঝিলের নটর ডেম কলেজের সামনে অবস্থান নিয়েছে কয়েক শতাধিক পুলিশ। এখানে বিএনপির নেতাকর্মীদের দল বেঁধে এগুতে দেওয়া হচ্ছে না। তবে তাদেরকে আলাদা আলাদা ভাবে নয়াপল্টনে সমাবেশের দিকে যেতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
সকাল সাড়ে নয়টার দিকে কলেজটির সামনের অংশ পুরোপুরি ফাঁকা দেখা যায়। পুলিশ কলেজের সামনে থাকা লোকদের বলছে, এখানে কোনো শিবির-জামায়াতের অবস্থানের সুযোগ নেই।
এই কলেজের সামনে জামায়াতে ইসলামীর সমাবেশের মঞ্চ হওয়ার কথা থাকলেও এখন সেটি পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে। এখানে পুলিশের সাজোঁয়া যান ও জলকামান সহ কয়েক ডজন গাড়ি অবস্থান করছে।
তবে আরামবাগ এলাকায় কয়েক হাজার লোক অবস্থান নিতে দেখা গেছে। অনেকে বলছেন তাদের মধ্যেই জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে।