সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে শিবিরের শোডাউন
আওয়ামী সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ ৭ দফা দাবিতে সারাদেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মিছিল ও সমাবেশে শাখাগুলোর বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, "অগণতান্ত্রিকভাবে অর্জিত অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ। কিন্তু এবার জনগণ তাদের অধিকার নিয়ে সোচ্চার এবং সচেতন। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না; বরং ভোট চুরি প্রতিহত করবে। গণদাবি আদায়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ছাত্রজনতা।"
নোয়াখালী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, মৌলভীবাজার, চাঁদপুর, পঞ্চগড়, ফরিদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ফেনী, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধা সহ ১৪টি জেলায় ছাত্র সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।
নেতৃবৃন্দ ৭ দফা দাবি আদায় ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করে মাতৃভূমিকে রক্ষায় ছাত্রসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে আগামীকাল ২৮ অক্টোবর ঢাকার মতিঝিলে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, একই দিনে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
বিরোধীদলের সমাবেশের দিনে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলও।