আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে: ২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের

২৮ অক্টোবররের কর্মসূচি নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে।
ওবায়দুল কাদের বলেন, 'আর ছাড়ব না। কেন ছাড়বে? ওরা কারা? তারা ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা গিলে খাবে।'
বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 'নরম কথায় বিশ্বাস করবেন না। বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। এরা বিশ্বাসঘাতক। এই দলকে বিশ্বাস করা যায় না। প্রয়োজনে সতর্ক পাহারায় থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে চেতনায়-মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে। তারা অপশক্তি ও অপরাজনীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে।'
সভায় আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে আগাম কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে বৃহস্পতি (২৬ অক্টোবর) ও শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।
নানক বলেন, ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে হবে। তিনি বলেন, 'সন্ত্রাসীরা ঢাকা শহরে ঢুকে পড়েছে। দুই কোটি মানুষকে তাদের হাতে জিম্মি হতে দিতে পারি না। আমরা জনগণের দল হিসেবে চুপ করে বসে থাকতে পারি না।'