‘থ্রেট অ্যানালাইসিস’ করে ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশের অনুমতি দেয়া হবে: ডিএমপি প্রধান
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সব ধরণের ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণের পর ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের কাছে রিপোর্ট এলে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, অনুমতি দেওয়া হবে কি-না।"
ঢাকাকে দুই কোটি জনসংখ্যার নগরী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের কাছে যে আবেদন এসেছে তার প্রতিটি রাজপথকেন্দ্রিক। রাজপথকেন্দ্রিক জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়।"
রাজনৈতিক সমাবেশে পুলিশের চেকপোস্ট সম্পর্কে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, "পুলিশের চেকপোস্ট স্বাভাবিক কার্যক্রম। কেউ যেন অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেজন্য আমাদের নিয়মিত চেকপোস্ট হয়।"
"যেকোনো সমাবেশেই সিকিউরিটি থ্রেট চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আগামী সমাবেশেও থ্রেট অ্যানালাইসিস করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে", যোগ করেন তিনি।