শান্তিপূর্ণ আন্দোলনেই সফলতা আসবে, মির্জা ফখরুলের আশাবাদ

সরকার পদত্যাগের একদফার সমাধান 'শান্তিপূর্ণ' আন্দোলনেই আসবে বলে আশাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক সেমিনারে বিএনপি মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, 'আজকে আমরা এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়েছি এবং এক দফার মধ্যে এসেছি রেজিমের (সরকার) পদত্যাগের লক্ষ্যে। আমরা একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই, এজন্য নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই।'
'আমি মনে করি, আমরা আজকে আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেভাবেই দাবি অর্জন করতে পারবো। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে, জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সবসময় শান্তিপূর্ণ আন্দোলন জয়ী হয়েছে। আমরা এবারও বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে'- বলছিলেন ফখরুল।
রাজধানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে 'বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইন্দো-প্যাসেফিক কৌশল' শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, আমাদের ইন্দো-প্যাসিফিক ভিশনে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিই প্রতিফলিত হয়েছে। আমরা গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানসমূহের সাথে অর্থনৈতিক ও কৌশলগতভাবে একতাবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি লিঙ্গ, জাতি, ধর্ম ও রাজনীতি নির্বিশেষে সকল বাংলাদেশির স্বাধীনতা, সমতা, সমৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য দেশীয় উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের দল বিএনপি জাতীয় স্বার্থ সম্মুন্নত রেখে একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে নিবেদিত।
সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, দ. কোরিয়া, অষ্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।