বার কাউন্সিলের ১৫তলা ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (২১ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবনটিতে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, প্রদর্শনী স্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এবং স্থাপত্য অধিদপ্তরের নকশায় বার কাউন্সিল ভবনে ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, মাল্টিপারপাস হল এবং পৃথক প্রার্থনা কক্ষ রয়েছে।
এছাড়া, এখানে টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে।
ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
আনিসুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারাদেশের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণকারী আইনজীবীরা অংশ নেন।