অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করলেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোমবার (১৬ অক্টোবর) ঢাকায় এসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তারা নির্বাচনসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।
সোমবার বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আরো নানা বিষয়ে আলোচনা করেছি। মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় নির্বাচনী সমীক্ষা দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি।
আফরিন আক্তার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনও করতে পারেন।
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং মালদ্বীপের পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের বিষয়গুলো দেখাশোনা করেন।
তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন।
এর আগে চলতি বছরের মে মাসে ঢাকা সফর করেন আফরিন আক্তার।