ফিলিস্তিনের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে ইউরোপীয় দেশগুলো: ড. হাছান মাহমুদ

ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তাদের মত প্রকাশের স্বাধীনতার ওপর মারাত্মক হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার(১৪ অক্টোবর) রাজধানীর কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত 'কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস'-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আমি বিস্মিত হই যখন আমি বিভিন্ন গণমাধ্যমে দেখি যে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং অন্যান্য অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনিদের পক্ষে কোনো ধরনের সভা, মিছিল বা বক্তব্য নিষিদ্ধ করেছে।"
মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, "যারা সবসময় মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার পর এ বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার আছে কি না?"
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন বক্তব্য দেন।