ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী
ফিলিস্তিনি শাসক গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।
শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজারে জিসি-কোম্পানীগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই এবং আমরা তাদের স্বীকৃতিও দেইনি। চলমান সংঘাতের কারণে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, যা কিছু সমস্যার কারণ হতে পারে।"
তিনি বলেন, "আমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি এবং শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েলকে দুটি অঞ্চলে বিভক্ত না করা পর্যন্ত সেখানে কোনো শান্তি আসবে না।"
এদিকে, শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে হাজার হাজার মুসল্লি।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, "বিশ্বাস করুন, আমরা আপনার অর্থ চাই না, তবে আপনার পূর্ণ সমর্থন এবং ভালবাসা চাই। ফিলিস্তিন চায় বিশ্ব ফিলিস্তিনের পাশে থাকুক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ অবশ্যই বন্ধ করতে হবে।"
এদিকে গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ ও জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো।
অবরুদ্ধ গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য বাইরে থেকে কোনো সহায়তা যেতে পারছে না এবং প্রায় ২ লাখ ২০ হাজার বাস্তুচ্যুত মানুষ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে।
গত সপ্তাহে শুরু হওয়া চলমান সংঘর্ষে ফিলিস্তিন ও ইসরায়েলের হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।