সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসি, ইউএনওরা অপরিহার্য, তাই তাদের জন্য ৩০৮ কোটি টাকায় নতুন গাড়ি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অপরিহার্য। সে কারণেই তাদের জন্য নতুন গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার বিভিন্ন এলাকার ডিসি ও ইউএনওদের জন্য ৩৮০ কোটি টাকা ব্যয়ে মোট ২৬১টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্বোধনকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার গাড়ি কেনা বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেও নির্বাচনের স্বার্থে তা শিথিল করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কেনাকাটা অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, 'সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল ২৬১টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন। কারণ যাদের এসব গাড়ি দেওয়া হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।'
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে গত জুলাই মাসে সরকার নতুন গাড়ি কেনা বন্ধ করে দেয়।
পরে গাড়ির ক্রমবর্ধমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আগস্ট মাসে অর্থ বিভাগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদর্শকদের গাড়ি কেনার ব্যয়ের সীমা বাড়িয়েছে।