মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সেলর আরতুরো হাইন্স।
তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, এ বিষয়ে তাকে অবহিত করা হয়নি।
এদিকে বিএনপি নেতাদের সম্মানে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
তবে দলের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা যায়নি।