উত্তরার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিনটি তলা ক্ষতিগ্রস্ত
রাজধানী উত্তরার ১৬ তলা বিশিষ্ট ভবন সাঈদ গ্র্যান্ড সেন্টারে গত রাতে (১১ অক্টোবর) আগুন লেগে তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ভবনের কোন কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
তবে, অগ্নিনির্বাপণে অংশগ্রহণকারী টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ২জন ফায়ারফাইটার আহত হয়েছেন।
রাত প্রায় সোয়া ১টার দিকে এ আগুন লাগে। আগুনে মূলত ৭ম, ৮ম ও ৯ম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
খবর পেয়ে রাত ১টা ১৮ মিনিটে ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর মোট ২৪টি ইউনিট ঘটনাস্থলে আসলেও আগুন নেভাতে কাজ করে ২২টি ইউনিট।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোরশেদ আলম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, "সাইদ গ্র্যান্ড সেন্টারটি ১৬ তলা বিশিষ্ট। সাত তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে আট এবং ৯ তলায় চলে যায়।"
তিনি আরও বলেন, "এটি পুরোদমে একটি বাণিজ্যিক ভবন। প্রতিটি ফ্লোরেই বিভিন্ন অফিস এবং বিভিন্ন পণ্যের দোকান ছিল।"
রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভোর ৬টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল।