ফরিদপুরে এক মিনিটের ঘূর্ণিঝড়ে ৬ গ্রাম লণ্ডভণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাত্র এক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে দুইটি ইউনিয়নের অন্তত ৬টি গ্রামের শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়ন ও টগরবন্ধ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এছাড়া, ঝড়ে উপড়ে পড়ে কমপক্ষে তিনশতাধিক গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ওই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
তবে এ দুর্যোগে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ধরে অঝোর ধারায় বৃষ্টি হয়।
বিকেলের দিকে দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা ওই ঘূর্ণিঝড় মাত্র এক মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। তাতেই উপজেলার সদর ইউনিয়ন বিদ্যাধর, ব্রাহ্মণ-জাটিগ্রাম, বেজিডাঙ্গা ও টগরবন্ধ ইউনিয়নের মালা, কৃষ্ণপুর-টগরবান, তিতুরকান্দি গ্রামের কাচা-পাকা বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমিও নষ্ট হয়েছে।
অপরদিকে সালথা উপজেলার একটি গ্রামের অন্তত ১৮টি বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। অসংখ্য গাছপালা ভেঙে ও উপড়ে গেছে। অনেক স্থানে সড়কের ওপর গাছ পড়ে চলাচলে বিঘ্ন ঘটছে।