বিরামহীন বৃষ্টিতে রাজধানীর যান চলাচল বিপর্যস্ত
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
উত্তরা থেকে নিজের বাইকে করে সাড়ে ৩ ঘণ্টায় বাসায় ফিরেছেন ইস্কাটন গার্ডেন রোড এলাকার একজন বাসিন্দা। তিনি বলেন, 'দিনভর একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।'
'বিভিন্ন গলি দিয়ে বাইক চালিয়েছি আমি, মরিয়া হয়ে শর্টকাট খুঁজছিলাম। ভীষণ কঠিন এক যাত্রা ছিল,' বলেন তিনি।
আজ বিকেলে মগবাজারে এসেছিলেন মোহাম্মদপুরের একজন বাসিন্দা। তিনি বলেন, 'হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই রাস্তাঘাট এমন স্থবির হয়ে পড়াটা খুব আশ্চর্যের ব্যাপার। কর্মস্থলে যেতে আমার ২ ঘণ্টা লেগেছে, যেখানে সাধারণত সর্বোচ্চ ৪৫ মিনিটের মতো লাগে।'
মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে এবং ট্র্যাফিক অ্যালার্ট গ্রুপগুলোতেও নিজেদের দুর্ভোগের কথা শেয়ার করেছেন।
রাজধানীর মহাখালী, বিজয় নগর, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সবুজ বাতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির ছবি শেয়ার করেছেন তারা।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করেছেন যে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুটা স্বস্তি বোধ করেছিলেন। কিন্তু তারপরে কয়েক ঘণ্টার জন্য খামারবাড়ি এলাকায় আটকা পড়েন।
সিগন্যালে দীর্ঘক্ষণ লাল বাতি দিয়ে রাখার জন্য কেউ কেউ ট্রাফিক পুলিশের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৃষ্টির কারণে নগরীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীতে প্রায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে আজ সকাল ৬টা পর্যন্ত প্রায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।