হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছে: মির্জা ফখরুল
আমেরিকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে উড়ে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) একদফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে আসছে। তারা আবারো আগের রাতে ভোট করার পাঁয়তারা করেছে। তারা (আমেরিকা) কি এতে সাড়া দিয়েছে? দেয়নি।"
"আজ সকল গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷ আজকে তারা ভয় দেখায়। ভয়ে কোনো কাজ হবে না," বলেন তিনি।
ফখরুল বলেন, "আজকে ডিমের ডজন ১৫০টাকা, বাচ্চাদের খাওয়াতে পারি না। আজকে লুটপাটের সরকার আমাদের বুকের ওপর বসে আছে। আজ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। তারা জানে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলেই তারা শেষ।"
"বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না এবার তা নির্ধারণ হবে। তারা নাকি উন্নয়ন করছে। তারা আজ রূপপুরে ইউরেনিয়াম নিয়ে আসছে। ইউরেনিয়ামের কারণে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যাবে। কোনো নিরাপত্তা বিধান না করে আজ দুর্নীতির কারণেই এমন প্রকল্প নিয়ে আসছে সরকার," বলেন তিনি।
"আমাদের দাবি একটাই, আমরা ভোট দিতে চাই। এই রোডমার্চের মাধ্যমে সরকারকে জানিয়ে দিচ্ছি, পদত্যাগ করতে হবে। নাহলে জনগণ জানে আপনাদের কীভাবে ক্ষমতা থেকে সরাতে হবে," যোগ করেন ফখরুল।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, "লাফিয়ে লাফিয়ে শুধু স্লোগান দিলে হবে না, রজপথ দখলে রাখতে হবে। রাজপথ দখল করে সরকার হটাতে হবে।"