অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনা হয়েছে: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত ২৭ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
সেদিনের সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তার ওপর সুলিভান গুরুত্বারোপ করেন বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কারবি।
মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে জন কারবি আরও জানান, তারা জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফরের সময় গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে ভারত-কানাডা সম্পর্কের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিষয়ে জন কারবি গণমাধ্যমকে বলেন, "আমরা স্পষ্ট করে বলেছি, অভিযোগগুলো গুরুতর। এসবের যথাযথ তদন্ত প্রয়োজন। এবং আমরা আগেও ভারতকে সে তদন্তে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছি।
ভারত-কানাডা সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলার ভার আমরা দেশ দুটির ওপরই ছেড়ে দেব।"