মঙ্গলবার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের শঙ্কা
সারাদিনের তাপদাহ শেষে শনিবার বিকেলে রাজধানীতে দমকা হাওয়া ও বৃষ্টিসহ কালবৈশাখী বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, শনিবার বিকেল সাড়ে চারটা থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। বিকেল পাঁচটা থেকে শুরু হয় দমকা হাওয়া। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ের হিসাবে বাতাসের সবচেয়ে বেশি গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। আর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা রেকর্ড করা হয়েছে ৬০ কিলোমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে মাত্র ১ মিলিমিটার।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, 'আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে কালবৈশাখীর ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। দুপুর পর্যন্ত রোদ থাকলেও তাপমাত্রা আজকের (শনিবার) তুলনায় কমতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত সময়ে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি।'
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, 'বৈশাখ মাসের যে স্বাভাবিক আবহাওয়া, তা এখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দিনে রোদ ও বিকেলে দমকা হাওয়া বা কালবৈশাখী হয়। তবে আগামী তিন-চার দিন ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।'
রাজধানীতে ঝড় ও দমকা হাওয়া শুরু হওয়ার পর গতকাল সড়কে থাকা ময়লা ও ধুলা উড়তে থাকে। ফলে চলাচলকারী রাজধানীবাসী বিড়ম্বনার মধ্যে পড়েন। অনেকে নিরাপদ স্থান খুঁজতে ছোটাছুটি শুরু করেন। যেসব এলাকায় নির্মাণকাজ চলছে, সেখানে বেশ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।