১২ মহানগরে বিএনপির সমাবেশ, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি

'আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে' এবং দলের ঘোষিত ১০ দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। ১৮ মার্চ শনিবার বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতাথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২টি মহানগরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বেলা ১টা থেকে সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুধু করেন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে দলটির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আসছেন দলে দলে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসছেন। সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর মঞ্চ তৈরি করা হয়েছে।
ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে। এ সময় খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা।
সরেজমিনে আরোও দেখা গেছে, সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে আছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সার্বিক প্রস্তুতিও নেয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশ বিএনপি নেতা আবদুন সালাম, আহমেদ আজম খান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত আছেন।
আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি
এদিকে আওয়ামী লীগেরও আজ পাল্টা কর্মসূচি রয়েছে। ঢাকাসহ ১২টি মহানগরে সমাবেশ ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছে। তবে এসব কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ঢাকায় তিনটি কর্মসূচি পালন করছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ধোলাইখাল কাজী কমিউনিটি সেন্টারের সামনে বেলা তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের ভাষানটেক মোড়ে জনসমাবেশ করবে। এটিও বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। সেখানেও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে কেন্দ্রীয় ও যুবলীগের নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ ও যুবলীগ সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ নামে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, সেগুলোতে প্রতিটি ওয়ার্ডের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি বড় জমায়েত করার বিষয়ে দলীয় সংসদ সদস্যদেরও তাগিদ দেওয়া হয়েছে। ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে সমাবেশ বা আলোচনা সভা করার ব্যাপারে সমন্বয় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকেরা।