নির্বাচনকে কেন্দ্র করে আবারো মুখোমুখি অবস্থানে বিএনপি ও আ.লীগপন্থী আইনজীবীরা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের 'ভোট চোর' আখ্যায়িত করে স্লোগান শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর আওয়ামীপন্থী আইনজীবীরাও একই স্থানে স্লোগান শুরু করেন। পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।
এর মধ্যেই বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।