বাজার অস্থিতিশীল করার অভিযোগে বসুন্ধরা, স্কয়ার, প্রাণসহ ৩৬ কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরির অভিযোগে প্রাণ, স্কয়ার, এসিআই, আকিজ, সিটি গ্রুপ, মেঘনা, বসুন্ধরা, ও এস. আলম গ্রুপসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে ৪৪টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।
গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ মামলাগুলো দায়ের করলেও অভিযুক্তদের সম্পূর্ণ নামের তালিকাটি সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করেছে কমিশন।
কমিশনের তথ্যমতে, অভিযুক্তরা বাজারে চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগি, ও টয়লেট্রিজ পণ্যের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করেছে যার ফলে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে।
প্রতিযোগিতা কমিশনের সূত্রে জানা গেছে, সোমবার থেকে মামলাগুলোর ধারাবাহিক শুনানি শুরু হয়েছে।
এ দিন অভিযুক্ত কাজী ফার্মের পরিচালক, ও দুজন আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন।
শুনানিতে কমিশন কাজী ফার্মের কাছে মুরগির ব্যবসা পরিচালনার সময়, ২২ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মুরগির উৎপাদন ও বাজারে সরবরাহের সংখ্যা, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য, কোম্পানিটির মার্কেট শেয়ার, অস্বাভাবিকভাবে মুরগির বাজারে মূল্যবৃদ্ধির যৌক্তিকতার বিষয়ে তথ্য-উপাত্ত জমা দিতে বলেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, 'অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই প্রতিযোগিতা কমিশন এ নোটিস দিচ্ছে। আইন মেনেই আমরা ব্যবসা করছি।'