বিএনপি ও আ. লীগ একই জায়গায় সমাবেশের ঘোষণা দেওয়ায় ধানমন্ডিতে জনসমাগম নিষিদ্ধ
বিএনপি ও আওয়ামীলীগ একই স্থানে ও একই সময়ে কর্মসূচির ডাক দেওয়ায় রাজধানীর ধানমন্ডি এলাকায় জনসমাগম নিষিদ্ধ করেছে পুলিশ।
তবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিস্থলে ১৪৪ ধারা জারি করেছে ধানমন্ডি থানা পুলিশ।
'ঢাকা উত্তর বিএনপির কর্মসূচি প্রথমে হাজারীবাগে হওয়ার কথা থাকলেও যুবলীগ সেখানে কর্মসূচি ঘোষণা করে। পরে আমরা শংকর বাসস্ট্যান্ডের কাছে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে মিছিল করার পরিকল্পনা করি। কিন্তু সেখানেও যুবলীগ আরেকটি কর্মসূচির ঘোষণা দেয়,' বলেন শায়রুল কবির।
বিএনপি নেতা আরও বলেন, 'স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বাধার মুখে বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ প্রশাসন আমাদের আগেই মৌখিক অনুমতি দিয়েছিল।'
সমাবেশস্থল পুলিশ দখল করে রেখেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়া বলেন, 'একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ ও বিএনপিকে কর্মসূচি পালন করতে না করা হয়েছে। কোনো জনসমাগম না ঘটাতেও বলা হয়েছে।'
১৪৪ ধারা জারি করা হয়নি বলেও জানান তিনি।