মেরামত হবে সাবিনার বাড়ির সড়ক, মেয়রকে ডিসির নির্দেশনা
অবশেষে মেরামত করা হবে সাফ জয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে যাওয়ার ভাঙা সড়ক।
বৃহস্পতিবার (২২ সেম্পেম্বর) সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকায় সাবিনা খাতুনের বাড়িতে যান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাবিনা খাতুন সেখানে পরিবার নিয়ে বসবাস করেন সেখানে যাওয়ার সড়কটি খুবই নাজুক।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, "রাস্তাটি খুবই জরাজীর্ণ। এটি পৌরসভার আওতাধীন। পৌর মেয়রকে সড়কটি চলাচল উপযোগী করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "সাতক্ষীরার সাবিনা ও মারুফাসহ পুরো দল দেশের সুনাম বয়ে এনেছে। এখন আমাদের দায়িত্ব তাদের প্রাপ্য সম্মান দেওয়া।"
এদিকে, বাংলাদেশের নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশীপ জেতায় আনন্দ বইছে গোটা এলাকায়। দীর্ঘদিন ধরে সড়কে দুর্ভোগ পোহানো মানুষরাই জেলা প্রশাসকের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন।