ইভিএম কিনতে ৮,৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমপক্ষে দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি জানিয়েছেন, নতুন ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকা ব্যয় হবে।
৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু'এক দিনের মধ্যে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
দ্বাদশ জাতীয় নির্বাচনের দেড় বছর বাকি থাকালেও জাতীয় পার্টি ও বিএনপির বিরোধিতা সত্ত্বেও ইসি অন্তত ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের কাছে বর্তমানে দেড় লাখ ইভিএম রয়েছে যা ব্যবহার করে সর্বোচ্চ ৭০টি আসনে নির্বাচন করা সম্ভব।
কমপক্ষে ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করে নির্বাচন পরিচালনার জন্য ১.৫ লাখ নতুন ইভিএম কিনতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়ে বুধবার উন্মোচিত নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) রাজনৈতিক দলগুলোর মতামত পরিবর্তনের অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
"আমাদের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিডিও রেকর্ড আছে। আমরা অন্তত তিনবার তাদের মতামত নিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর লিখিত বিবৃতি এবং ভিডিও রেকর্ডের ভিত্তিতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি," বলেন তিনি।