তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতা আছে বলেই- এই সরকার বিএনপিকে এত ভয় পায়। তার হাত ধরেই বিএনপি আবার উঠে দাঁড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে। সেই সাথে, আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন বিএনপি তারেক রহমানের নেতৃত্বেই সফল করবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন কমিশন যে রোড ম্যাপই দিক না কেন- তার কোনোটাই কাজ করবে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিবে না। আওয়ামী লীগ কোনো নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। সেটা জাতীয় নির্বাচন হোক, কিংবা স্থানীয় পর্যায়ের।
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে আছে। এটার প্রমাণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘটনা।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন-সহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।