২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর তার সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুত চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে আগামী দুই দিনে বৃষ্টিপাতের গতি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলার খেপুপাড়ায় সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত।
শ্রীমঙ্গল ও ডিমলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারে।