নির্বাচনের আগে বাক-স্বাধীনতা নিশ্চিত করার আহবান জাতিসংঘের মানবাধিকার কমিশনের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল-নাশিফ, আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে বাক-স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
'রাজনীতির মেরুকরণের' সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর 'অত্যধিক বলপ্রয়োগ' থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
সোমবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫১তম সভায় দেয়া বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিবৃতিতে এসব কথা বলেন নাশিফ।
এর আগে গত মাসে বাংলাদশ সফরে আসেন জাতিসংঘের সদ্য সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট। তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলি সফর করেন এবং বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক কিছু কঠোর আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।