কাভার্ড ভ্যান উল্টে বিমানবন্দর সড়কে তীব্র যানজট

বিমানবন্দর সড়কের কাওলা এলাকার কাছে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজটে পড়ে সকালে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে ডিএমপির বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) মোঃ সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, "এমনিতেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় এ সড়কে যানবাহনের চাপ লেগে থাকে। তার মধ্যে মালামাল বোঝাই কাভার্ড ভ্যানটি রাস্তার উপর ছিটকে পড়ে।"
পুরোপুরি মালামাল বোঝাই হওয়ায় ভ্যানটি সরাতে কিছুটা সময় লেগে যায় বলে তিনি উল্লেখ করেন।
যানবাহনের লম্বা সারি, অসহনীয় গরম আর দীর্ঘ অপেক্ষায় শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েন।
আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা থেকে বনানী ও মহাখালী পর্যন্ত রুটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রচুর যানবাহন আটকা পড়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।