চলে গেলেন আকবর আলি খান
প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে তিনি অসুস্থ পড়েন, এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৪৪ সালে জন্ম আকবর আলি খানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়েছেন, এরপর কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়েন। পিএইচডি করেছেন অর্থনীতিতে।
পেশাজীবনে একাধারে ছিলেন আমলা ও শিক্ষক। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন। এর পর তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার পর দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়ে পদত্যাগ করেন।
অবসরের পর তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য ইত্যাদি বিষয়ে লিখেছেন গবেষণামূলক বই, যা পাঠকের কাছে সমাদৃতও হয়।
আকবর আলি খানের প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ১৭। তার লেখা পাঠকপ্রিয় বইয়ের অন্যতম—আজব ও জবর আজব অর্থনীতি, পরার্থপরতার অর্থনীতি, অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি, বাংলায় ইসলাম প্রচারে সাফল্য: একটি ঐতিহাসিক বিশ্লেষণ, দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
আকবর আলি খানের লেখা সর্বশেষ আত্মজীবনী গ্রন্থ পুরানো সেই দিনের কথা।