চট্টগ্রাম বিমানবন্দরে ২২৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার রাত পৌনে নয়টায় ফ্লাই দুবাই এর একটি ফ্লাইটে দুবাই থেকে আসা মো. জাসেদুল আলমের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জাসেদুল আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এনএসআই এর এক কর্মকর্তা বলেন, প্রতি কার্টন সিগারেটের বাজারমুল্য ৩ হাজার টাকা।
সেই জব্দ হওয়া সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে এনএসআই।
উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় তারা।