সীমান্তে গোলা ছোড়া নিয়ে আবারও মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ ঢাকার
বাংলাদেশের সীমানায় গোলা এসে পড়ার ঘটনায় ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ফের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো-র হাতে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হয়।
বাংলাদেশের ভূমিতে গোলা ছোড়ার জন্য গত ১৫ দিনে এই নিয়ে তৃতীয়বারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা।
এবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির।
এর আগে গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টার শেল এসে বাংলাদেশ সীমানায় পড়ে।
সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।
সূত্রমতে, রোববার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। তার সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাম্প্রতিক ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মিয়ানমারের অন্তত চারটি যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় এসে পড়ে।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, মিয়ানমারের একটি সামরিক বিমান থেকে ছোড়া দুটি গোলা ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের প্রায় ১২০ মিটার ভেতরে এসে পড়ে।
গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে ছোড়া দুটি ভারী মর্টার শেল বান্দরবানের তুমব্রুতে বাংলাদেশ সীমান্তে এসে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।