তিস্তার পানি বণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

তিস্তার পানি বণ্টন চুক্তি মূলত ভারতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের আগে ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, "এটি (তিস্তা) একটি দীর্ঘস্থায়ী সমস্যা। তাই এর সমাধান করা উচিত। তবে এটি নির্ভর করেছে মূলত ভারতের ওপর।"
রোববার সকালে এএনআই থেকে প্রকাশিত হওয়া সাক্ষাৎকারের ভিডিওতে প্রধানমন্ত্রীকে এসব কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, "এটি খুবই দুঃখজনক যে আমরা...আপনি জানেন, আমরা ভাটির দেশ। তাই ভারত থেকেই আমাদের পানি আসে। তাই এক্ষেত্রে ভারতকে আরও উদারতা দেখাতে হবে। কারণ এতে লাভবান হবে উভয় দেশই। মাঝে মাঝেই এই পানির প্রয়োজনে আমাদের জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়; বিশেষ করে তিস্তার কারণে। এর কারণে আমাদের চাষাবাদে সমস্যা হয়, আরও অনেক সমস্যা তৈরি হয়। তাই আমার মনে হয়, এ সমস্যার সমাধান করা উচিত।"
"আমরা দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এ সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যাটি মূলত আপনাদের (ভারতের) দেশের ভেতরে। তাই আমার মনে হয়, এর সমাধান হওয়া উচিত," যোগ করেন তিনি।
মতপার্থক্য থাকতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয় যে, তা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যাবে না।"
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির কথা উল্লেখ করে বলেন, গঙ্গা ছাড়াও আমাদের আরও ৫৪টি নদী রয়েছে। তাই গঙ্গার পানি ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি তিস্তার পানি বণ্টন নিয়ে তৈরি হওয়া সমস্যারও সমাধান হওয়া উচিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কোভিড-১৯ পূর্ববর্তী সময়ে, ২০১৯ সালে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী।