উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তদন্ত কমিটির
রাজধানীর উত্তরায় গার্ডার গাড়ির উপর চাপা পড়ার মর্মান্তিক দুর্ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজুয়া গ্রুপ কর্পোরেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না তা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
বিআরটি সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলা। তদন্ত প্রতিবেদনে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি আছে। কারাগারে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
১০ জন চীনা নাগরিকের বক্তব্যও রেকর্ড করা হয়েছে। তবে সহযোগিতার অভাবে তদন্তে দেরি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে কমিটি।
এর আগে দুর্ঘটনার প্রাথমিক তদন্তেও ঠিকাদার কোম্পানিটির গাফিলতির কথা উঠে আসে।
গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে বিআরটি-৩ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৫০-৬০ টন ওজনের গার্ডার একটি গাড়ির ওপর পড়ে শিশুদহ একই পরিবারের পাঁচজন নিহত হন।