সালাউদ্দিন লাভলুর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেপ্তার ১
বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলুর ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানুষকে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি) ।
বুধবার রাতে মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রাম সিংগাইর থেকে মোখলেছুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার চাতক চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গ্রেপ্তারকৃত ব্যক্তি তার তথ্য ব্যবহার করে প্রখ্যাত অভিনেতা, পরিচালক সালাহউদ্দিন লাভলুর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সহায়ক চরিত্রের জন্য তিনি নারী-পুরুষদের অভিনয়ে প্রলুব্ধ করতেন।"
এমন কর্মকাণ্ড টের পেয়ে সালাহউদ্দিন লাভলু নিজেই গত মাসে বনানী থানায় মামলা করেন।
পরে সিটিটিসির সাইবার ক্রাইম তদন্ত বিভাগ মামলাটির দায়িত্ব নেয়। ডিজিটাল ফুটপ্রিন্ট এবং অবস্থান বিশ্লেষণ করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
চাতক চাকমা যোগ করেন, "গত বছর সে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং বেশ কয়েকজনকে প্রতারণাও করেছে। কত লোককে প্রতারিত করা হয়েছে এবং চক্রটি কত টাকা আত্মসাৎ করেছে তা আমরা অনুসন্ধান করছি।"