নৌযানের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমল, সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা
তিন দিন আগে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর এবার নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে।
পাশাপাশি সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের জানানো হয়েছে, আজ রাত ১২টার পর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
ভাড়া কমার পর নৌযানের যাত্রীরা এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ৩ টাকার বদলে ২.৮৫ টাকা এবং এর পর প্রতি কিলোমিটারে ২.৪৫ টাকা ভাড়া দেবেন।
আর সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর মন্ত্রণালয় লঞ্চ ভাড়া ৩০ শতাংশ ও ফেরি ভাড়া ২০ শতাংশ বাড়ায়।
প্রথম ১০০ কিলোমিটারের জন্য লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা এবং এর পরে প্রতি কিলোমিটারে ২ টাকা থেকে বাড়িয়ে ২.৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় লঞ্চে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়।
গত বছরের ৭ নভেম্বর লঞ্চ ভাড়া বাড়ে ৩৫.২৯ শতাংশ।
গত ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বেড়ে প্রতি লিটারের দাম ১১৪ টাকা, পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বেড়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ২৯ আগস্ট ডিজেলে ১০ শতাংশ কর হ্রাসের ফলে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা করে কমানো হয়।