নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রেলগেটের কাছে আজ সকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহত শাওন (২৪) ওই এলাকার বাসিন্দা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় তিনি আহত হন এবং ঘটনার কিছুক্ষণ পরই নিহত হন।
সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় নেতাকর্মীরা পুলিশদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।